menu-iconlogo
huatong
huatong
shunno-shonkho-cover-image

Shonkho

Shunnohuatong
JIONSORKARhuatong
بول
ریکارڈنگز
শঙ্খ বালুকাবেলা, অন্ধ প্রেমেদের মেলা;

সবকিছু যেনো অধরা,

দুচোখে খুঁজেছি, অতঃপর বুঝেছি হয়ে গেছে অবেলা।

ফুরিয়েছে সব নোনাজল, দুঃখ এতটা অটল;

আশা দলছুট হয়ে,

ভয়ে ব্যস্ততার ভিড়ে এসব হতে পারে কি।

কত চেনা মুখ নতুন করে চেনা হয়,

সম্পর্কগুলো বদলে দেয় সময়।।

অল্প রোদের ভেতরে, ডানা মেলা গাংচিল হয়ে;

স্বপ্নদের আজ ছুটি,

স্বপ্নহীন হয়ে আমি আঁধারে একাকি।

ভাবিনি এমনটা হবে, কখনো গল্প ফুরোবে;

বলোনা আমি লড়িনি,

চেষ্টা আমি করিনি, অবুঝ অপরিণত আমি।

কত চেনা মুখ নতুন করে চেনা হয়,

সম্পর্কগুলো বদলে দেয় সময় ।।

Shunno کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے