menu-iconlogo
huatong
huatong
avatar

এই মন আমার পাথর তো নয় Ei Mon Amar

Shuvro Devhuatong
ndtatmanhuatong
بول
ریکارڈنگز

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

এ রিদয়ে তোমাকেই খুঁজবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে

ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে

হো...সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে

ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে

হারাবো যেদিন আমি অন্ধকারে

বুঝবে সেদিন তুমি বুঝবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

ভুল বোঝে দুরে সরে তুমি গেছো চলে

জানলে না কি যে ব্যাথা রিদয়ে দিলে

হো..ভুল বোঝে দুরে সরে তুমি গেছো চলে

জানলে না কি যে ব্যাথা রিদয়ে দিলে

ভেংঙে যাবে সব ভুল জানি একদিন

খুঁজবে সেদিন তুমি খুঁজবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে

এ রিদয়ে তোমাকেই খুঁজবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

এই মন আমার পাথর তো নয়

সব ব্যাথা সয়ে যাবে নীরবে

Shuvro Dev کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے