menu-iconlogo
huatong
huatong
avatar

Je Amar Moner Manush Go

S.I Tutulhuatong
petey#1huatong
بول
ریکارڈنگز
যে আমার মনের মানুষ গো..

সে আমারে মনে রাখলো না

মনে রাখলো না

কোথায় আমার এতো জালা

কোথায় আমার এতো জালা.

চেয়ে দেখলো না পাষাণী

মনে রাখলো না

যে আমার মনের মানুষ গো..

সে আমারে মনে রাখলো না

মনে রাখলো না

আমি রইলাম মেঘের আশে

মেঘ ভাইসা যায় অন্য দেশে

এক ফোঁটা বৃষ্টি হইলো না

বুকে আমার দারুণ খরা

জিয়ন্তে হয়েছি মরা

ভালোবাসা আমার সইলো না

বিধি আমার কপালেতে.

বিধি আমার কপালেতে

সুখ লিখলো না পাষাণী

মনে রাখলো না

যে আমার মনের মানুষ গো..

সেই আমারে মনে রাখল না

মনে রাখলো না

অন্তরে যার বসত আছে

অন্তর ভাইঙ্গা সেই তো গেছে

পিছন ফিরা একবার চাইলো না

গলেতে যন্ত্রণার ফাঁসি

সুর তুলেছে প্রেমের বাঁশি

আমার গান তো একটুও গাইল না

আমার দুঃখের সঙ্গী হতে

আমার দুঃখের সঙ্গী হতে

কেউ থাকল না পাষাণী

মনে রাখলো না.

যে আমার মনের মানুষ গো

সে আমারে মনে রাখল না

মনে রাখলো না.

কোথায় আমার এতো জালা

কোথায় আমার এতো জালা,

চেয়ে দেখলো না পাষাণী

মনে রাখলো না

ধন্যবাদ সবাইকে

S.I Tutul کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے