menu-iconlogo
huatong
huatong
avatar

অমন চুল খুলে আর নাইতে নেমো না Omon Chul Khule Aar Naite Nemo না,সবুজ মনের মিউজিক লাইব্রেরী

SMA's Music Library...huatong
Parthasarathi_SMA🎼🌱huatong
بول
ریکارڈنگز
অমন চুল খুলে আর নাইতে নেমো না

Omon Chul Khule Aar Naite Nemo na

অমন চুল খুলে আর নাইতে নেমো না

অমন চুল খুলে আর নাইতে নেমো না

তোমার চুলে জড়িয়ে যাবে নদী

এ ঘাটে কেউ আসবে নাকো

অমন কর যদি

অমন চুল খুলে আর নাইতে নেমো না

না অমন চুল খুলে আর নাইতে নেমো না।

কথা: মুকুল দত্ত

সুর: সুমিত্রা লাহিড়ী

নিজের কথাই ভাবো তুমি

দেখে নিজের ছায়া,

পরের দশা দেখে তোমার

হয়না কেন মায়া

নিজের কথাই ভাবো তুমি

দেখে নিজের ছায়া,

পরের দশা দেখে তোমার

হয়না কেন মায়া?

কত ভাল হতো,কত ভাল হতো,

ভিজে শাড়ি শুকিয়ে যেত যদি

না না না চুল খুলে আর নাইতে নেমো না

না অমন চুল খুলে আর নাইতে নেমো না।

কারাওকে ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড

সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

তোমার মনের রঙে বন্ধু

ভেসে যায় জলে

তোমার মনের রঙে বন্ধু

ভেসে যায় জলে

যার মনে রং লাগে

সে যায় গো রসাতলে।

তোমার মনের রঙে বন্ধু

ভেসে যায় জলে

যার মনে রং লাগে

সে যায় গো রসাতলে।

###############

পায়ে ধরি অমন করে ফিরে চেয়োনা

ঘোমটা মাথার অমন করে সরিয়ে দিওনা

#######################

পায়ে ধরি অমন করে ফিরে চেয়োনা

ঘোমটা মাথার অমন করে সরিয়ে দিওনা

কত ভাল হতো,কত ভাল হতো,

দিনের আলো নিভিয়ে দিত যদি

না না না চুল খুলে আর নাইতে নেমো না

না অমন চুল খুলে আর নাইতে নেমো না

তোমার চুলে জড়িয়ে যাবে নদী

এ ঘাটে কেউ আসবে নাকো

অমন কর যদি

অমন চুল খুলে আর নাইতে নেমো না

না অমন চুল খুলে আর নাইতে নেমো না।

নেমো না নেমো না

চুল খুলে আর নাইতে নেমো না।

SMA's Music Library... کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے