menu-iconlogo
huatong
huatong
avatar

কাল তো ছিলাম ভালো

sms arifhuatong
askonemouthuatong
بول
ریکارڈنگز

112307#120498

কাল তো ছিলাম ভালো

আজ আমার কি হলো

সে কথা কইতে পারি না....

না না একেলা রইতে পারি না...

কাল তো ছিলাম ভালো

আজ আমার কি হলো

সে কথা কইতে পারি না....

না না একেলা রইতে পারি না...

112307#120498

লাজের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে

কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে

লাজের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে

কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে

ঘরে তে মন টেকে না

বাহিরে সুখ মেলে না

না না এ জ্বালা সইতে পারি না....

একেলা রইতে পারি না

কাল তো ছিলাম ভালো

আজ আমার কি হলো

সে কথা কইতে পারি না....

না না একেলা রইতে পারি না...

112307#120498

কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে

সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে

কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে

সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে

হৃদয়ে তার ঠিকানা

জানেনা কেউ জানে না

না না তারে যে কইতে পারি না....

একেলা রইতে পারি না

কাল তো ছিলাম ভালো

আজ আমার কি হলো

সে কথা কইতে পারি না.....

না না একেলা রইতে পারি না.

--------------------------

===thanks===

sms arif کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے