হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই সজল কাজল আঁখি পড়িল মনে
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই সজল কাজল আঁখি পড়িল মনে
অধর করুণা-মাখা, মিনতিবেদনা-আঁকা
অধর করুণা-মাখা, মিনতিবেদনা-আঁকা
নীরবে চাহিয়া থাকা বিদায়খনে
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই সজল কাজল আঁখি পড়িল মনে
ঝরঝর ঝরে জল, বিজুলি হানে
পবন মাতিছে বনে পাগল গানে
ঝরঝর ঝরে জল, বিজুলি হানে
পবন মাতিছে বনে পাগল গানে
আমার পরানপুটে কোনখানে ব্যথা ফুটে
আমার পরানপুটে কোনখানে ব্যথা ফুটে
কার কথা জেগে উঠে হৃদয়কোণে
হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই সজল কাজল আঁখি পড়িল মনে