পৃথিবীটা নাকি ছোট হতে হতে
Singer: Somlata Acharya Chowdhury
Arranged By Rana
*************
*************
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হাহা হা
আ হা
আ হাহা হা
আ হা
আ হাহা
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হাহা হা
আ হা
আ হাহা হা
আ হা
আ হাহা হা
*************
ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
*************
সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হাহা হা
আ হা
আ হাহা হা
আ হা
আ হাহা
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হাহা হা
আ হা
আ হাহা হা
আ হা
আ হাহা হা
*************
ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
*************
*************
স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দী
আ হাহা হা
আ হা
আ হাহা হা
আ হা
আ হাহা
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হাহা হা
আ হা
আ হাহা হা
আ হা
আ হাহা হা
*************
ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী ?
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
==ধন্যবাদ==