menu-iconlogo
huatong
huatong
بول
ریکارڈنگز
হার-জিত কিছু নয় শুধু এই পাশ থেকে ওই পাশে

আসলে কেউই শত্রু নয়, ভাবনার ভুল মনটাতে

চারিদিকে যুদ্ধসাজ, এত আয়োজন

কেড়ে নিচ্ছে স্বপ্ন সব, এ কোন সম্মোহন

ভয় নেই রে আজকে আর সেই অন্ধকারে

ভয় নেই রে একসাথে হই আলোর দরবারে

আবার ফিরে আমিও আসবো তাই অনেক রং নিয়ে

ছড়িয়ে পড়বে ফুল হয়ে চারিদিকে

তুমি বন্দুক নাও যদি, আমি নেবো ফুল হাতে

জোর বেশি কার দেখা যাক আজকে এই রাতে

বিশ্বজুড়ে হিংসা, লোভের প্রতিযোগিতা

ক্ষয়ে যাওয়া দিনগুলো অবসন্নতায়

তবুও ভয় নেই আজকে আর সেই অন্ধকারে

ভয় নেই রে, একসাথে হই আলোর দরবারে

আবার ফিরে আমিও আসবো তাই অনেক রং নিয়ে

ছড়িয়ে পড়বে ফুল হয়ে চারিদিকে

বেঁচে থাকতে জানি আমি

বেঁচে থাকতে হবে যে তোমাকেও

বেঁচে থাকবো সবাই মিলে, তাই কথা দাও

ক্ষমা করতে পারি আমি

ক্ষমা করতে হবে যে তোমাকেও

একসাথে পাশাপাশি, এই কথা দাও

ভালোবাসতে পারি আমি

ভালোবাসতে হবে তোমাকেও

ভালোবাসবো কারণ ছাড়াই, কথা দাও

বেঁচে থাকতে জানি আমি

বেঁচে থাকতে হবে যে তোমাকেও

বেঁচে থাকবো সবাই মিলে, এই কথা দাও

ক্ষমা করতে পারি আমি

ক্ষমা করতে হবে যে তোমাকেও

একসাথে পাশাপাশি, এই কথা দাও

ভালোবাসতে পারি আমি

ভালোবাসতে হবে তোমাকেও

ভালোবাসবো কারণ ছাড়াই, কথা দাও

Somlata And The Aces/Somlata Acharyya Chowdhury کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے