menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Eto Je Tomay Bhalobeshechi

Srikanto Acharyahuatong
MasudRKhanhuatong
بول
ریکارڈنگز
আমি এতো যে তোমায় ভালোবেসেছি..

আমি এতো যে তোমায় ভালোবেসেছি

তবু মনে হয় - এ যেন গো কিছু নয়

কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়

আমি এতো যে তোমায় ভালোবেসেছি

Search hashtag #MasudRKhan for more tracks

তোমার কাজল চোখে যে গভীর

ছায়া কেঁপে ওঠে ওই

তোমার অধরে ওগো যে হাসির

মধু-মায়া ফোটে ওই

তারা এই অভিমান বোঝে না আমার

বলে, তুমিতো আমায় ভালোবেসেছো

শুধু, আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়

কেন, আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়

আমি এতো যে তোমায় ভালোবেসেছি

Search hashtag #MasudRKhan for more tracks

তুমিতো জানোনা ওগো তোমার

প্রাণের ওই সুরের কাছে

আমার গানের বাণী

আহত পাখীর মত লুটায়ে আছে..

তবুও এ মাধবী রাতে আমায়

যে মালা তুমি পড়ালে

যে মাধুরী দিয়ে মোর

শূন্য জীবন তুমি ভরালে

তারা এ দ্বীনতাটুকু দেখে না আমার

বলে, তুমিতো আমায় ভালোবেসেছো

শুধু, আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়

কেন, আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়

আমি এতো যে তোমায় ভালোবেসেছি

==================

Srikanto Acharya کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Ami Eto Je Tomay Bhalobeshechi بذریعہ Srikanto Acharya - بول اور کور