menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Kache Fagun Cheyeche

Subhamita Banerjeehuatong
richbajan2007huatong
بول
ریکارڈنگز
তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া

তুমি তাই দু হাত ভরে

দিলে আগুন উজাড় করে

সেকি তোমার অহংকার

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া

তুমি চাও বাউল বাতাস কিংবা

হঠাৎ সর্বনাশা আগুন খেলা

শান্ত আকাশে তখন সাঁঝের বেলা

তুমি চাও বাউল বাতাস কিংবা

হঠাৎ সর্বনাশা আগুন খেলা

শান্ত আকাশে তখন সাঁঝের বেলা

এমনি তোমার ইচ্ছে চলা যায়

ভেসে যায় পাগল পার

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া

যদি ধর যে তার বাজি আমি হেরে যেতে রাজি

যদি ধর যে তার বাজি আমি হেরে যেতে রাজি

কখনো কি শুন্য মন অনন্যপনে

হওনি নিজের মুখ মুখি

ভালোবাসার আঁধার তোমায় পোড়ায়নি

কখনো কি শুন্য মন অনন্যপনে

হওনি নিজের মুখ মুখি

ভালোবাসার আঁধার তোমায় পোড়ায়নি

সে আঁধারে তুমি কি আমার

অহংকারের পাওনি সাড়া

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া

তুমি তাই দু হাত ভরে

দিলে আগুন উজার করে

সেকি তোমার অহংকার

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া

তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া

Subhamita Banerjee کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے