menu-iconlogo
huatong
huatong
subir-nandi-amar-ae-duti-chokh-pathor-to-noy-cover-image

Amar ae Duti Chokh Pathor to Noy

Subir Nandihuatong
salitaryhuatong
بول
ریکارڈنگز
হুম হুম হুম হুম

আ আ আ আহা হা

আমার এ দুটি চোখ পাথর তো নয়

তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়

কখনো নদীর মত

তোমার পথের পানে

বয়ে বয়ে যায়

আমার এ দুটি চোখ পাথর তো নয়

তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়

কখনো নদীর মত

তোমার পথের পানে

বয়ে বয়ে যায়

বয়ে বয়ে যায়

আমিতো বাগান নই

তবু কেন ফোটে ফুল

ফাগুনে ফিরে আসে

ভ্রমরের মত ভুল..

আমিতো বাগান নই

তবু কেন ফোটে ফুল

ফাগুনে ফিরে আসে

ভ্রমরের মত ভুল

কত বরষায় আমার হৃদয় শুধু

মেঘ হয়ে যায়

মেঘ হয়ে যায়

আমার এ দুটি চোখ পাথর তো নয়

তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়

কখনো নদীর মত

তোমার পথের পানে

বয়ে বয়ে যায়..

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

শুনিতে চাইনা গান

তবু সুর ফিরে আসে

স্বপ্নের বাঁশী বাজে

জীবনের বারো মাসে..

ও ও ও শুনিতে চাইনা গান

তবু সুর ফিরে আসে

স্বপ্নের বাঁশী বাজে

জীবনের বারো মাসে

কত রাত্রিতে আমার প্রদীপ শুধু

জ্বলে জ্বলে যায়

জ্বলে জ্বলে যায়

আমার এ দুটি চোখ পাথর তো নয়

তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়

কখনো নদীর মত

তোমার পথের পানে

বয়ে বয়ে যায়

বয়ে বয়ে যায়

হুম হুম হুম হুম

হুম হুম হুম

ও ও ও ও

Subir Nandi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے