menu-iconlogo
huatong
huatong
avatar

Chele Tor Preme Porar Karon

Sumi Shabnamhuatong
❥᭄ꦿ𒋨βδ.𝑷𝒂𝒗𝒆𝒍𒋨❥᭄ℳ𝒪𝒩💖huatong
بول
ریکارڈنگز
F/ছেলে তোর কোকরা কোকরা চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে

তোর কোকরা কোকরা চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে

ভাল্লাগে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে

ভাল্লাগে

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোটে

যখন বিড়ির ধোয়া উঠে

তোর গোলাপ গোলাপ ঠোটে

যখন বিড়ির ধোয়া উঠে

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে

ভাল্লাগে

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে

ভাল্লাগে

M/আরে লাগ ভেলকি

চোখে মুখে চো মন্তর চো

যাদুর কাঠি হাতে নিয়ে

দিলাম তোরে ফু

চান্দের বুড়ি থুর থুরি

আর চরকা কাটে না

আবল-তাবল ভাব দরিলে

ফ্যাশন যে হয় না

বন্ধুরে তোর হাতে ধরি

আমার মাথা খা

ভেলকি বাজি ছাড়ান দিয়া

ভালো হইয়া যা

M/হাতে বালা গলায় মালা

কানে দিয়ে দূল

বুক খোলা শার্ট পড়িয়া

পকেটে নেও ফুল

মোরগের মাথার মতো

কাটিং মারো চুলে বন্ধু হে..

F/ম্যান হলের ঢাকনার মতো

হাতে পড়ো ঘড়ি

পকেটে থাকে না তোমার

কোনো কানাকড়ি

গলা ছিলা মুরগীর মতো

গোফে মারো কাট বন্ধু হে..

ছেলে তোর প্রেমে পড়ার কারণ

তোর শ্যামলা শ্যামলা বরণ

তোর প্রেমে পড়ার কারণ

তোর শ্যামলা শ্যামলা বরণ

অই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে

অই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে..

বন্ধুরে....

M/খুশির মত চশমা পড়ে

এদিক ওদিক চাও

ভুল ভাবে মাঝে মাঝে

ইংলিশে গান গাও

মাইয়াদের ছবি লাগাইয়া

ফেসবুকও চালাও বন্ধু হে..

F/আরে বাপেরো হোটেলে খাইয়া

বাইক নিয়া ঘুরো

সুন্দরী মাইয়া দেখিলে

মুচকী হাসি মারো

গুজো হয়ে হেঁটে ভাবো

লাগতাছে ফিটফাট বন্ধু হে. .

M/ছেলে তোর নেশা নেশা চোখে

যেনো আগুন জ্বলে বুকে

ঐ নেশা নেশা চোখে

যেনো আগুন জ্বলে বুকে

সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে

সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে

F/ছেলে তোর কোকরা কোকরা চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে

তোর কোকরা কোকরা চুলে

যেনো সমুদ্র ঢেউ খেলে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে

ভাল্লাগে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে

ভাল্লাগে

ছেলে তোর গোলাপ গোলাপ ঠোটে

যখন বিড়ির ধোয়া উঠে

তোর গোলাপ গোলাপ ঠোটে

যখন বিড়ির ধোয়া উঠে

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে

ভাল্লাগে

সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে

ভাল্লাগে

সেই ধোয়া দেখিতে আমার ভাল্লাগে

ভাল্লাগে

ঐ শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে

ভাল্লাগে

সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে

ভাল্লাগে

সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে. ..

ভাল্লাগে

Sumi Shabnam کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے