চলে যায় যদি কেউ বাধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া্র এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ বাধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ
হাসির পরে কান্না আছে
দুঃখের পরে সুখ
হাসির পরে কান্না আছে
দুঃখের পরে সুখ
আধার রাতের শেসে যেমন
দেখিস আলোর মুখ
জন্ম নিলেই সবার তরে আছে রে মরন
ভাঙ্গা গড়া্র এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ বাধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া্র এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ
দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির
দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির
এ সংসারের মোহ মায়ায় হই কেন অধীর
যায় না মোছা কখনো যে ভাগ্যেরি লিখন
ভাঙ্গা গড়া্র এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ বাধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ