menu-iconlogo
huatong
huatong
avatar

Chuye Dile Mon ..With Female Voice /ছুঁয়ে দিলে মন ..Rana

Tahsan/Sakila Sakihuatong
Shahadat_Rana_E_R_Shuatong
بول
ریکارڈنگز
Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)

Singer: Tahsan And Shakila Saki

Arranged By Rana

**************

**************

(F)আমি ডানা ছাড়া পাখি,

তোমার আশায় আশায় থাকি

আমি পটে আঁকা ছবি প্রেম,

তুমি ভালোবাসায় সবই

(M)তুমি ছুঁয়ে দিলে মন,

আমি উড়ব আজীবন

তুমি ছুঁয়ে দিলে মন,

আমি উড়ব আজীবন

**************

**************

(M)তুমি আকাশের ওই নীল,

আমি মেঘে মেঘে স্বপ্নিল

তুমি হাওয়া হয়ে আসো,

শুধু আমাকেই ভালোবেসো

(F)তুমি মনের আল্পনা,

তুমি সেই প্রিয় কল্পনা

(M)তুমি ছুঁয়ে দিলে মন,

আমি উড়ব আজীবন

তুমি ছুঁয়ে দিলে মন,

আমি উড়ব আজীবন

**************

**************

(M)যেন ছায়া হয়ে আছি,

যেন তোমায় নিয়ে বাঁচি

তুমি আমার সুখ পাখি,

বলো কোথায় তোমায় রাখি

(F)তুমি রাত দিনোমান,

আমি ডুবে থাকি… সারাটাক্ষণ

তুমি ছুঁয়ে দিলে মন,

আমি উড়ব আজীবন

(M)তুমি ছুঁয়ে দিলে মন,

আমি উড়ব আজীবন

(F)তুমি ছুঁয়ে দিলে মন,

আমি উড়ব আজীবন

==ধন্যবাদ==

Tahsan/Sakila Saki کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے