মহারাজার ভীষণ ক্ষুধা, ভরা পেটেই খাবে
খাবার plate-এ আস্ত রেখেই ভাবছে কী আর পাবে
শান্ত হয়ে বসে থেকেই ক্লান্ত সে হয় ভারি
বসে বসে রাজ্য চালায়, বিশাল রাজ্য তারই
আরে এমন রাজা, কী যে মজা, রাতকে বলে দিন
হঠাৎ করে দেয় সে জানান দেশের প্রতি ঋণ
পান্ডারা সব রাজার নামে নানান দোকান খুলে
নেয় সালামি হাসিমুখে লজ্জা-শরম ভুলে
আরে মহারাজার মহান দেশে ঘোলের দামে দধি
ফরিয়াদির হবেই সাজা বিচার জানায় যদি
সময় চলে উল্টো দিকে, সোমের পরে রবি
কানুন চালায় অপরাধী, রিক্সা চালায় কবি
হায়, হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
ঘুমের জন্য বেতন আছে, কাজ করিলেই সাজা
মাথানত পান্ডারা কয় "জয়তু মহারাজা"
মহারাজার মহান দেশে পেঁচা হলো পাখি
টিকটিকিরা বনের রাজা, দুঃখ কোথায় রাখি?
এমন রাজা, কী যে মজা, রাতকে বলে দিন
হঠাৎ করে দেয় সে জানান দেশের প্রতি ঋণ
পান্ডারা সব রাজার নামে নানান দোকান খুলে
নেয় সালামি হাসিমুখে লজ্জা-শরম ভুলে
আরে, মহারাজার মহান দেশে ঘোলের দামে দধি
ফরিয়াদির হবেই সাজা বিচার জানায় যদি
সময় চলে উল্টো দিকে, সোমের পরে রবি
কানুন চালায় অপরাধী, রিক্সা চালায় কবি
হায়, হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
মহারাজা যখন ভাবে তেলের খনি নেবে
ধ্বংস ইরাক এক ইশারায়, পায় না কিছু ভেবে
রাজনীতিতে জঙ্গিবাদের জন্ম রাতারাতি
NATO আসে শান্তি দিতে, বাড়ায় হাতাহাতি
এমন রাজা, কী যে মজা, রাতকে বলে দিন
হঠাৎ করে দেয় সে জানান দেশের প্রতি ঋণ
পান্ডারা সব রাজার নামে নানান দোকান খুলে
নেয় সালামি হাসিমুখে লজ্জা-শরম ভুলে
আরে, মহারাজার মহান দেশে ঘোলের দামে দধি
ফরিয়াদির হবেই সাজা বিচার জানায় যদি
সময় চলে উল্টো দিকে, সোমের পরে রবি
কানুন চালায় অপরাধী, রিক্সা চালায় কবি
হায়, হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়
হায়-হায় হায়-হায়, হায়-হায় হায়-হায়