menu-iconlogo
huatong
huatong
avatar

Ekhano Tare Chokhe

Tania Mannanhuatong
monicamatthewshuatong
بول
ریکارڈنگز
এখনো তারে চোখে দেখি নি

এখনো তারে চোখে দেখি নি

শুধু বাঁশি শুনেছি

মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি

এখনো তারে চোখে দেখি নি

এখনো তারে চোখে দেখি নি

শুধু বাঁশি শুনেছি

শুনেছি মুরতি কালো

শুনেছি মুরতি কালো

তারে না দেখা ভালো

সখী, বলো আমি জল আনিতে

যমুনায় যাব কি

এখনো তারে চোখে দেখি নি

এখনো তারে চোখে দেখি নি

শুধু বাঁশি শুনেছি

শুধু স্বপনে এসেছিল সে

নয়নকোণে হেসেছিল সে

শুধু স্বপনে এসেছিল সে

নয়নকোণে হেসেছিল সে

সে অবধি সই, ভয়ে ভয়ে রই

সে অবধি সই, ভয়ে ভয়ে রই

আঁখি মেলিতে ভেবে সারা হই

কাননপথে যে খুশি সে যায়

কদমতলে যে খুশি সে চায়

কাননপথে যে খুশি সে যায়

কদমতলে যে খুশি সে চায়

সখী, বলো আমি আঁখি তুলে

কারো পানে চাব কি

এখনো তারে চোখে দেখি নি

এখনো তারে চোখে দেখি নি

শুধু বাঁশি শুনেছি

Tania Mannan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے