তুমি না ডাকলে আসবো না কাছে না এসে ভালোবাসবো না দুরত্ব কি ভালোবাসা বাড়ায়? নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি।
Dube Dube|ডুবে ডুবে ভালোবাসি (Short) بذریعہ Tanjib Sarowar - بول اور کور