menu-iconlogo
logo

কন্যা তুমি শুনে যাও Konna Tumi Sune Jao

logo
avatar
tanjib sarwarlogo
𝐀𝐑.𝑅𝓊𝓂𝒾+𝐈𝐦𝐮..logo
ایپ میں گائیں
بول
গান: কন্যা তুমি শুনে যাও

শিল্পী: তানজিব সারোয়ার

মিউজিক আপলোড: AR.Rumi+Imu

গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন।

ছেলে:] কন্যা তুমি, শুনে যাও।

পিছু ডাকে, সারা দাও।

মেয়ে:] কন্যা তুমি, শুনে যাও।

পিছু ডাকে, সারা দাও।

ছেলে:] এক ঝলক, দেখা দাও।

কন্যা তুমি।

কন্যা, কন্যা, কন্যা কন্যা।

মেয়ে:] মনের আড়াল হয়ো না।

মন ছেড়ে, যেওনা।

ছেলে:] মনের আড়াল, হয়ো না।

মন ছেড়ে, যেওনা।

মন ছুঁয়ে, দেখো না।

কন্যা তুমি।

কন্যা, কন্যা, কন্যা কন্যা।

༺?AR.Rumi+Imu?༻

ছেলে:] কন্যা তুমি আমার, মন ময়ূরী।

না না-না তুমি আমার, প্রেমের রাগিণী।

কন্যা তুমি আমার, সপ্তসাগর।

ওগো- তুমি আমার পিরিতের অনল।

তোমাকে ছাড়া কিছু বুঝিনা যে আমি।

কন্যা তুমি।

কন্যা, কন্যা, কন্যা কন্যা।

༺?AR.Rumi+Imu?༻

মেয়ে:] নাম না জানা এক পরী তুমি।

দেখে তোমায় ভুলাই দুনিয়া আমি।

সারাবেলা ভাবি হাসি তোমার।

ওগো তুমি স্বপনে লক্ষ প্লাবন।

তোমার জন্যে আমি সৃষ্টি সুদর্শন।

ছেলে:] কন্যা তুমি।

কন্যা, কন্যা, কন্যা কন্যা।

মেয়ে:] কন্যা তুমি শুনে যাও।

পিছু ডাকে, সারা দাও।

কন্যা তুমি, শুনে যাও।

পিছু ডাকে, সারা দাও।

এক ঝলক, দেখা দাও।

মন ছুঁয়ে, দেখো না।

ছেলে:] কন্যা তুমি।

কন্যা তুমি।

কন্যা, কন্যা, কন্যা কন্যা।

༺?AR.Rumi+Imu?༻

°__________সমাপ্ত___________°

কন্যা তুমি শুনে যাও Konna Tumi Sune Jao بذریعہ tanjib sarwar - بول اور کور