দিনের আপন সূর্য যেমন আমার আপন তুমি ( M )
তোমায় ছাড়া বাঁচবো নাতো
তোমায় ছাড়া বাঁচবো নাতো
একটিদিন ও আমি।।
একটিদিন ও আমি।।
ও সুখ যেমন দুঃখ নিয়ে ( F)
থাকে পাশাপাশি
তোমার কাছে থাকবো বলে
তোমার কাছে থাকবো বলে
তাই তো ছুটে আসি
তাই তো ছুটে আসি
সকাল থেকে সন্ধ্যা বেলা ( M )
সারাক্ষণ তোমার যাওয়া আসা
হৃদয় জুড়ে থাকো তুমি
তুমি আমার ভালোবাসা।
সকাল থেকে সন্ধ্যা বেলা ( F)
সারাক্ষণ তোমার যাওয়া আসা
হৃদয় জুড়ে থাকো তুমি
তুমি আমার ভালোবাসা।
ও ঘুম আসে না এই দুচোখে ( M)
ঘুম আসে না এই দুচোখে
থাকলে দূরে তুমি
থাকলে দূরে তুমি।।
ও দিনের আপন সূর্য যেমন আমার আপন তুমি (F)
তোমায় ছাড়া বাঁচবো নাতো ( M )
তোমায় ছাড়া বাঁচবো নাতো
একটিদিন ও আমি।।
একটিদিন ও আমি।।
এক জীবনের একটি চাওয়া ( F)
তোমাকে শুধু কাছে পাওয়া
আমার সুখের প্রদীপ তুমি
সারাদিন তোমারি গান গাওয়া।
এক জীবনের একটি চাওয়া ( M )
তোমাকে শুধু কাছে পাওয়া
আমার সুখের প্রদীপ তুমি
সারাদিন তোমারি গান গাওয়া।
ভুল হয়ে যায় সবকিছুতে ( F)
ভুল হয়ে যায় সবকিছুতে
থাকলে পাশে তুমি।।
থাকলে পাশে তুমি।।
ও দিনের আপন সূর্য যেমন আমার আপন তুমি ( M)
তোমায় ছাড়া বাঁচবো নাতো
তোমায় ছাড়া বাঁচবো নাতো
একটিদিন ও আমি।।
একটিদিন ও আমি।
ও সুখ যেমন দুঃখ নিয়ে ( F)
থাকে পাশাপাশি
তোমার কাছে থাকবো বলে
তোমার কাছে থাকবো বলে
তাই তো ছুটে আসি
তাই তো ছুটে আসি