মনে করো,তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
ভালোবাসা স্বপ্নকে, সাথী করে...
মনে করো,তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
Arranged by Shydur Rahman
গাঙচিল উড়ে যাওয়া ধূ ধূ বালুচর
ঘাসফুল ঝাউবন সবই সুন্দর
নাম না জানা, ঐ পাখিসব
গানে গানে করে কলোরব
চলো সেথা চলে যাই
মেঠো পথ ধরে।
মনে করো,তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
ভালোবাসা স্বপ্নকে, সাথী করে.....
Arranged by Shydur Rahman
সন্ধ্যায় ঝিঁ ঝিঁ ডাক চাঁদের আলো
এ সময় তুমি ছাড়া লাগে না ভালো
আকাশের নীল বুকে হাজার তারা
করেছে আমায় দিশেহারা
তোমাকে সাথি করে
দেখবো সারা রাত ধরে।
মনে করো,তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
ভালোবাসা স্বপ্নকে, সাথী করে....
মনে করো,তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
ভালোবাসা স্বপ্নকে, সাথী করে...
মনে করো,তুমি আমি
চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে
Arranged by Shydur Rahman