menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amar Prothom Shokal

Tapan Chowdhuryhuatong
natalie_miragirlhuatong
بول
ریکارڈنگز
তুমি আমার প্রথম সকাল

একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা

তুমি আমার সারা দিন ও মাস

তুমি আমার সারা বেলা

তুমি আমার প্রথম সকাল

একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা

তুমি আমার একটু ছাওয়ার অনেক খানি পাওয়া

তুমি আমার খড় রোদের মিষ্টি হিমেল হাওয়া

তুমি আমার একটু ছাওয়ার অনেক খানি পাওয়া

তুমি আমার খড় রোদের মিষ্টি হিমেল হাওয়া

তুমি আমার সূর্যাস্তের

ঝিকি মিকি বিকেল বেলা

তুমি আমার প্রথম সকাল

একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা

তুমি আমার ঘন প্রান্তের ঘন সবুজ বন

তুমি আমার তপ্ত বুকের ঝর ঝর আশার শ্রাবন

তুমি আমার ঘন প্রান্তের ঘন সবুজ বন

তুমি আমার তপ্ত বুকের ঝর ঝর আশার শ্রাবন

তুমি আমার হৃদয় এর হাজার তারার মেলা....

তুমি আমার প্রথম সকাল

একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা

তুমি আমার সারা দিন ও মাস

তুমি আমার সারা বেলা

তুমি আমার প্রথম সকাল

একাকি বিকেল ক্লান্ত দুপুর বেলা

Tapan Chowdhury کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے