menu-iconlogo
huatong
huatong
tarun-banerjee-kajol-nadir-jale-cover-image

Kajol Nadir Jale

Tarun Banerjeehuatong
RanaBhattacherjeehuatong
بول
ریکارڈنگز
*** Track By – Rana. ID - 13307558757

কাজল নদীর জলে, ভরা ঢেউ ছল-ছলে

প্রদীপ ভাসাও কারে সরিয়া

সোনার বরণই মেয়ে, বলো কার পথ চেয়ে

আঁখি দুটি ওঠে জলে ভরিয়া

কাজল নদীর জলে, ভরা ঢেউ ছল-ছলে

প্রদীপ ভাসাও কারে সরিয়া

সোনার বরণই মেয়ে, বলো কার পথ চেয়ে

আঁখি দুটি ওঠে জলে ভরিয়া

*** Track By – Rana. ID - 13307558757

সাঁঝের আকাশে এতো, রং কে গো ছড়ালো

মনের বিনায় এতো, সুর কে গো ঝরাল

সাঁঝের আকাশে এতো, রং কে গো ছড়ালো

মনের বিনায় এতো, সুর কে গো ঝরাল

কারে মালা দেবে বলে অঝড়ে বকুল পরে ঝরিয়া

সোনার বরণই মেয়ে, বলো কার পথ চেয়ে

আঁখি দুটি ওঠে জলে ভরিয়া

*** Track By – Rana. ID - 13307558757

মনের ভ্রমর বুঝি গুঞ্জরে অনুক্ষণ, স্মিতির কমলটিরে ঘিরে

যে পাখি হারায় নীড় সুদূর আকাশে, সে কি আসে কভু ফিরে

শিউলি ঝরানো আজই সন্ধ্যারও বাতাসে

কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নেরও আভাসে

শিউলি ঝরানো আজই সন্ধ্যারও বাতাসে

কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নেরও আভাসে

কার লাগি দোলে ওঠে, ক্ষণে ক্ষণে থর-থর এ হিয়া

সোনার বরণই মেয়ে, বলো কার পথ চেয়ে

আঁখি দুটি ওঠে জলে ভরিয়া……

কাজল নদীর জলে, ভরা ঢেউ ছল-ছলে

প্রদীপ ভাসাও কারে সরিয়া

*** Track By – Rana. ID - 13307558757

সোনার বরণই মেয়ে, বলো কার পথ চেয়ে

আঁখি দুটি ওঠে জলে ভরিয়া ।

*** Track By – Rana. ID - 13307558757

***Thanks ****

Tarun Banerjee کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے