সেবকের সেবা পেতে line-এ দাঁড়িয়ে যাই
চোখে ভাসে সমাধান, আর কোনো বাধা নাই
ভিড় ঠেলে যখন আমি room-এর ভেতর যাই
সেবকের ইশারা, চা খাবো, টাকা চাই
সেবকের আবদার, "আমাকে ডাকো Sir"
সেবকের আবদার, "আমাকে ডাকো Sir
খুশি যদি হই তবে এই নদী হবে পার"
সেবকেরা ব্যস্ত বড়ো, বড়ো বড়ো কাজ
খুশি করে তবেই তোমায় যেতে হবে আজ
না, না, না, কাজ হবে না দৌড়াও যত mile
File-এর নিচে হারিয়ে যাবে file
হারিয়ে যাবে file
আচানক কথা লাগে, সেবকের খাওয়া আগে
আমার চাওয়া পাওয়া সেবকেরই হাতে
চা-নাস্তার টাকা অফিস দেয়ার কথা
তবে কেন আবদার আমার সাথে, হায়?
সেবকেরই অফিসে তার যত চ্যালা থাকে
সকলেই বড়ো boss, খুশি হওয়া চাই
আমাদের কথাগুলো কী করে বলি বলো
আমাদের মনে তো ভাই কোনো খুশি নাই
সেবকের আবদার, "আমাকে ডাকো Sir"
সেবকের আবদার, "আমাকে ডাকো Sir
খুশি যদি হই তবে এই নদী হবে পার"
সেবকেরা ব্যস্ত বড়ো, বড়ো বড়ো কাজ
খুশি করে তবেই তোমায় যেতে হবে আজ
না, না, না, কাজ হবে না দৌড়াও যত mile
File-এর নিচে হারিয়ে যাবে file
হারিয়ে যাবে file
Garments-কর্মী, তাই মোটা করো গলা?
রিক্সা চালানো ভুল? ভুল ফেরিওয়ালা?
ভুল ছোটো ব্যবসায়ী? ভুল খেটে খাওয়া?
ভুল নাই শুধু তোর ঘুস খেতে চাওয়া?
ভুলে যাস সেইদিন তোর খেলা হলো শেষ
গড়েছি রক্ত-ঘামে আমার সোনার দেশ
সেবকের আবদার, "আমাকে ডাকো Sir"
সেবকের আবদার, "আমাকে ডাকো Sir
খুশি যদি হই তবে এই নদী হবে পার"
সেবকেরা ব্যস্ত বড়ো, বড়ো বড়ো কাজ
খুশি করে তবেই তোমায় যেতে হবে আজ
না, না, না, কাজ হবে না দৌড়াও যত mile
File-এর নিচে হারিয়ে যাবে file
হারিয়ে যাবে file