menu-iconlogo
huatong
huatong
tathagata-ami-boli-na-boli-cover-image

Ami boli na boli

Tathagatahuatong
62098368046huatong
بول
ریکارڈنگز
(M)হে হে হে হে হে হে হে

আ হা হা হা হা হা হা

হো হো হো হো হো হো

আমি বলি না বলি মন যা ভাবে

যেন মুখ সে কথা বলবেই

ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে

এ নয়ন ঝুকলে বুঝবে সবাই

যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই

যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই ।।

(F)লালালা লা লা লা

লা লা লা লা লা

আমি বলি না বলি মন যা ভাবে

যেন মুখ সে কথা বলবেই

ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে

এ নয়ন ঝুকলে বুঝবে সবাই

যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই

যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই ।।

MUSIC

(M)আগে নয়ন মেলে তার পরে মন

সব মিলে মিশে হয় একাকার

(F)লোকে যেন কলঙ্ক না বলে

সেই ভেবে লাগে ভয় আমার

(F)যে যা বলুক এতো ভালোবাসা

কলি ফুল হয়ে তো ফুটবেই

(M)ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে

এ নয়ন ঝুকলে বুঝবে সবাই

(M)যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই।

(F)আমি বলি না বলি মন যা ভাবে

যেন মুখ সে কথা বলবেই

(M)ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে

এ নয়ন ঝুকলে বুঝবে সবাই

(F)যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই।

MUSIC

(F)এতো মন কোন মৌসুম নই

যেন বার বার তার রঙ সে বদলাবে

(M)প্রেম কোন কাঁটা তো নই জেনো

বিধে গেল যা বার করা যাবে

(F)যত দিন প্রাণ ভাষার অভাবে

এ ভালোবাসা তো তাতে থাকবেই

(M)ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে

এ নয়ন ঝুকলে বুঝবে সবাই

(F)যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই।

(M)আমি বলি না বলি মন যা ভাবে

যেন মুখ সে কথা বলবেই

(F)ক্ষতি কিছু হয় না কি হা বা নাতে

এ নয়ন ঝুকলে বুঝবে সবাই

(M)যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই

(F)যায় না লোকানো ভালোবাসা এ

নিরবতা তো কথা বলবেই ।।

Tathagata کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے