menu-iconlogo
huatong
huatong
timir-biswas-ore-manush-cover-image

Ore Manush

Timir Biswashuatong
puppy_bubles_101huatong
بول
ریکارڈنگز
ওরে মানুষ, দেখবি যদি ভগবান, ও

ওরে মানুষ, দেখবি যদি ভগবান

ছেড়ে দে তোর হিংসাবৃত্তি

ছেড়ে দে তোর হিংসাবৃত্তি, ওই তো অতি বিঘ্ন প্রধান

ওরে মানুষ, দেখবি যদি ভগবান, ও

ওরে মানুষ, দেখবি যদি ভগবান

ছেড়ে দে তোর ভিন্ন-ভেদ, দেখ না শাস্ত্র, দেখ না বেদ

ছেড়ে দে তোর ভিন্ন-ভেদ, দেখ না শাস্ত্র, দেখ না বেদ

বাইবেল-কোরআন নয় রে প্রভেদ, শোন রে হিন্দু, শোন মুসলমান

বাইবেল-কোরআন নয় রে প্রভেদ, শোন রে হিন্দু, শোন মুসলমান

ভিন্ন নয় রে আল্লা-হরি

ভিন্ন নয় রে আল্লা-হরি, শোন রে ফকির, ব্রহ্মচারী

ভিন্ন নয় রে আল্লা-হরি, শোন রে ফকির, ব্রহ্মচারী

দেখতে তাঁর হয় না দেরি

দেখতে তাঁর হয় না দেরি, খুলে দে তোর হৃদয়-প্রাণ

ওরে মানুষ, দেখবি যদি ভগবান, ও

ওরে মানুষ, দেখবি যদি ভগবান

কিবা মন্দির কিবা মসজিদ, শাস্ত্রে তা যেমন বন্দি

কিবা মন্দির কিবা মসজিদ, শাস্ত্রে তা যেমন বন্দি

বাইরে আয় রে, দেখ রে সন্ধি, উড়ছে নিশান এই বিশ্বখান

বাইরে আয় রে, দেখ রে সন্ধি, উড়ছে নিশান এই বিশ্বখান

ভবা পাগলা কইবে কত

ভবা পাগলা কইবে কত, সবার পদে হয় সে নত

ভবা পাগলা কইবে কত, সবার পদে হয় সে নত

দেখ না ভেবে শত শত

দেখ না ভেবে শত শত আসা যাওয়া একই সমান

ওরে মানুষ, দেখবি যদি ভগবান, ও

ওরে মানুষ, দেখবি যদি ভগবান

ছেড়ে দে তোর হিংসাবৃত্তি

ছেড়ে দে তোর হিংসাবৃত্তি, ওই তো অতি বিঘ্ন প্রধান

ওরে মানুষ, দেখবি যদি ভগবান, ও

ওরে মানুষ, দেখবি যদি ভগবান

ওরে মানুষ, দেখবি যদি ভগবান

ওরে মানুষ, দেখবি যদি ভগবান

Timir Biswas کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے