menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu Koi

Tosiba Begumhuatong
mrspnuttzhuatong
بول
ریکارڈنگز
বন্ধু কই, ও বন্ধু কই, বন্ধু কই?

মনে আমার জ্বলে আগুন, কার কাছে যে কই?

বন্ধু কই, ও বন্ধু কই, বন্ধু কই?

আকাশেতে উড়ে পাখি, জমিনেতে ছায়া

তোমার লাইগা লাগে শুধু কী যে আমার মায়া

আকাশেতে উড়ে পাখি, জমিনেতে ছায়া

তোমার লাইগা লাগে শুধু কী যে আমার মায়া

কেমন কইরা থাকি আমি

কেমন কইরা থাকি আমি, তুমি রইলা কই?

বন্ধু কই, ও বন্ধু কই, বন্ধু কই?

মনে আমার জ্বলে আগুন, কার কাছে যে কই?

বন্ধু কই, ও বন্ধু কই, বন্ধু কই?

তোমার লাইগা কান্দে পরান, থাকি কেমনে সইয়া?

কেমন করে থাকো, বন্ধু, তুমি দূরে বইয়া?

তোমার লাইগা কান্দে পরান, থাকি কেমনে সইয়া?

কেমন করে থাকো, বন্ধু, তুমি দূরে বইয়া?

দিন কাটে না, রাত কাটে না

দিন কাটে না, রাত কাটে না, কেমন করে সই?

বন্ধু কই, ও বন্ধু কই, বন্ধু কই?

মনে আমার জ্বলে আগুন, কার কাছে যে কই

বন্ধু কই, ও বন্ধু কই, বন্ধু কই?

তুমি আমার, আমি তোমার, দুইজনারই হইয়া

এক সুতাতে গাঁথবো মালা কদমতলায় বইয়া

তুমি আমার, আমি তোমার, দুইজনারই হইয়া

এক সুতাতে গাঁথবো মালা কদমতলায় বইয়া

রাজু দেওয়ান কয় ভাবিয়া

রাজু দেওয়ান কয় ভাবিয়া, "কথা মিথ্যা নয়"

বন্ধু কই, ও বন্ধু কই, বন্ধু কই?

মনে আমার জ্বলে আগুন, কার কাছে যে কই?

বন্ধু কই, ও বন্ধু কই, বন্ধু কই?

Tosiba Begum کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے