menu-iconlogo
huatong
huatong
avatar

Nil akash chute paro

Tousif/Konahuatong
☞𓅓Angel_2𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
بول
ریکارڈنگز
নীল আকাশ ছুতে পারি, যদি তুমি চাও

ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও

শুধু কথা দাও, ভুলে যাবেনা

একটু দুঃখ, আমায় ছোঁবেনা

এই পৃথিবীর বিনিময়েও

আমায় কখনো, ছেড়ে যাবেনা

ভালোবেসে যেতে পারি, যদি তুমি চাও

এই জীবন দিতে পারি, যাও নিয়ে যাও

শুধু কথা দাও, ভুলে যাবেনা

একটু দুঃখ, আমায় ছোঁবেনা

এই পৃথিবীর বিনিময়েও

আমায় কখনো, ছেড়ে যাবেনা

আজ মন, ছুটেছে সুখের বাড়ি

দুঃখের সাথে দিয়ে আড়ি

চল সীমানা দেবো পাড়ি

বাধা যে মানবো না

এসো ভালোবাসার, ছায়াতলে

মন ভেজাবো, সুখের জলে

ভয় যে আর করিনা

নীল আকাশ ছুতে পারি, যদি তুমি চাও

ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও

শুধু কথা দাও, ভুলে যাবেনা

একটু দুঃখ, আমায় ছোঁবেনা

এই পৃথিবীর বিনিময়েও

আমায় কখনো, ছেড়ে যাবেনা

দেখো রাত, ছুটেছে চাঁদের বাড়ি

মনের মাঝে স্বপ্ন তারই

সব আলোতে দিবো ভোরে

আধার যে লাগবেনা

সেই স্বপ্নের কথা, সত্যি হলে

মন সাজাব, ফুলে ফুলে

ঘুম যে আর হবেনা

ননীল আকাশ ছুতে পারি, যদি তুমি চাও

ওই মেঘ হতে পারি, যদি তুমি চাও

শুধু কথা দাও, ভুলে যাবেনা

একটু দুঃখ, আমায় ছোঁবেনা

এই পৃথিবীর বিনিময়েও

আমায় কখনো, ছেড়ে যাবেনা

ভালোবেসে যেতে পারি, যদি তুমি চাও

এই জীবন দিতে পারি, যাও নিয়ে যাও

শুধু কথা দাও, ভুলে যাবেনা

একটু দুঃখ, আমায় ছোঁবেনা

এই পৃথিবীর বিনিময়েও

আমায় কখনো, ছেড়ে যাবেনা

Tousif/Kona کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے