menu-iconlogo
huatong
huatong
avatar

Aaj Aei Raat - Bengali Version

Ujjaini Mukherjee/Ishan Mitrahuatong
procter8huatong
بول
ریکارڈنگز
কেনো যায় সরে ,

শোর যায় দূরে?

এই মধু..রাতে

এষো না কাছে,

আরও কাছে

এই বুকের মাঝে

আজ এই রাত,

ছুঁয়ে যাক সেই মন,

সহাগে অধরে

সহাগে অধরে

নিয়ে যাক রাত,

প্রেমের দেশে

আনুরাগের রঙ্গে

জেগে থাক চাঁদ,

মায়াবী রাতে

সুখের আঁচে

আজ এই রাত,

ছুঁয়ে যাক সেই মন

সহাগে অধরে

ওওও,

প্রাণ দিতে পারি,

জ্বলে যেতে পারি,

সাথে, যেতে রাজি

বলে দেখো তুমি

বলে দেখো তুমি

বেহিসেবি,

মন আজকে মাতাল

জেগেছে সারারাত

জেগেছে সারারাত

মন বেপরোয়া,

তার জন্যে

চায় প্রেমের অনুমতি

নেই বরন,

আর কোনো

নেই বরন আর,

আজকে তার,

আর কোনো কিছুর

আজ এই রাত,

ছুঁয়ে যাক সেই মন

সহাগে অধরে

সহাগে অধরে

Ujjaini Mukherjee/Ishan Mitra کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے