মিউজিক
ওরে খাইতে গেলাম ঝাল মুড়ি
দেইখা তোরে সুন্দরী
খাইতে গেলাম ঝাল মুড়ি
দেইখা তোরে সুন্দরী
বুক খানা উঠলো খেপে এ এ এ
ক্রাস খাইছি, ক্রাস খাইছি, ক্রাস খাইছি
ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
ওরে বুকের ভিতর ডিপিস ডিপিস ডিজে বিট বাজে
ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
আরে ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
মিউজিক
বনাইলিরে দিওয়ানা তুইযে প্রেমের ঠিকানা
চাঁদের মত মুখের গঠন হয় নারে তোর তুলনা
কানা মাছি বো বো কবে হবি আমার বৌ
পান্তা ভাতে ইলিশ বেজে খাবো আমরা দুজনা
মিউজিক
আরে পড়বি যখন ঢাকায় শাড়ি
ছুড়বে আমার মোটর গাড়ী
পড়বি যখন ঢাকায় শাড়ি
ছুড়বে আমার মোটর গাড়ী
জ্বলবে জ্বলুক না লোকে এ এ এ
ক্রাস খাইছি, ক্রাস খাইছি, ক্রাস খাইছি
ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
বুকের ভিতর ডিপিস ডিপিস ডিজে বিট বাজে
ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
আরে ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে
ক্রাস খাইছি তোরে দেখে ও মাইয়ারে
ক্রাস খাইছি তোরে দেখে