menu-iconlogo
huatong
huatong
avatar

KATHA DAO ABAR ASBE

UTTHAN GHATAK/ Manna Deyhuatong
🌺UTTHAN.GHATAK🌺huatong
بول
ریکارڈنگز
কথা দাও.. কথা দাও আবার আসবে

কথা দাও আবার আসবে....

এমনি করে ভালোবাসবে...

দিন যাক সেই ভরসায়।।

কথা দাও, কথা দাও আবার আসবে

Interlude Interlude Interlude

এ বরষা হয় হোক সারা....।

বরষা.. হয়.. হোক সারা....

এ বরষা হয় হোক সারা....

থেমে যাক এই বারিধারা...

আবার নদীর কূল ভাসবে...।

আবার নদীর কূল ভাসবে

একদিন নব বরষায়

দিন যাক সেই ভরসায়।।

কথা দাও.. কথা দা..ও.. কথা দাও

আবার আসবে

শুধু এই কথাটুকু নিয়ে।

শুধু এই কথাটুকু নিয়ে।

শুধু এই কথাটুকু নিয়ে।....

এ বিদায় দেবো খুশী হয়ে....।

শুধু এই কথাটুকু নিয়ে।...

এ বিদায় দেবো খুশী হয়ে।...

আবার নয়ন দু’টি হাস...বে।

আবার নয়ন দু’টি হাসবে

স্বপ্নের এক দূরাশায়.....

দিন যাক সেই ভরসায়।।

কথা দাও.. কথা দাও.. কথা দাও*

আবার আসবে.......

UTTHAN GHATAK/ Manna Dey کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے