menu-iconlogo
huatong
huatong
avatar

Ojana

Xefer/Arekta Rock Bandhuatong
smokin_allday_laosbohuatong
بول
ریکارڈنگز
বিস্ময়ের উপহারে

টেনে নেই তোমায়

অচেনা শহরে

অচেনা কোণায়

ডুবসাঁতারে, ঘূর্ণিঝড়ে

নোঙর যেন যায় ছিঁড়ে

খোলা সাগরে স্রোতে ভাসালে

বিলীন যে আমি এই অস্তিত্বে

খোলা আকাশে, উষ্ণ কাননে

তোমার ছায়ায় মগ্ন হই

কখনও কি ফিরে পাবো সেই

অযাচিত আবেগ?

যদি চাও মনে রাখবো না

দূরে রেখেও সব প্রেরণা

নিয়ে যেও আমার

স্মৃতিগুলো সাথে

যাও চলে

জানি মোহগুলো কেটে যাবে

কেনবা এসেছিলে পাশে

অস্থিরতার মায়াজালে

আকাঙ্ক্ষা সেই একই দোষে

খোলা আকাশে, উষ্ণ কাননে

তোমার ছায়ায় মগ্ন হই

কখনও কি ফিরে পাবো সেই

অযাচিত আবেগ?

Xefer/Arekta Rock Band کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے