menu-iconlogo
huatong
huatong
avatar

jevabei bachi beche to achi

Zafar Iqbalhuatong
misswheezyhuatong
بول
ریکارڈنگز
যে ভাবেই বাঁচি

বেঁচে তো আছি

জীবন আর মরণের

মাঝামাঝি।

যে ভাবেই বাঁচি

বেঁচে তো আছি

জীবন আর মরণের

মাঝামাঝি।

তুমি আজ দুলছো

সুখের দোলায়

আমি নই জ্বলছি

দুখের জ্বালায়।

তুমি আজ দুলছো

সুখের দোলায়

আমি নই জ্বলছি

দুখের জ্বালায়।

যে ভাবেই বাঁচি

বেঁচে তো আছি

জীবন আর মরণের

মাঝামাঝি।

তুমি কারো সাথী হয়ে

থাকবে সুখে

বয়ে যাব আমি

দুঃখটাকে।

তুমি কারো সাথী হয়ে

থাকবে সুখে

বয়ে যাব আমি

দুঃখটাকে।

হারানোর যন্ত্রনা

কি দারুন বলবো না।।

হারানোর যন্ত্রনা

কি দারুন বলবো না।।

যে ভাবেই বাঁচি

বেঁচে তো আছি

জীবন আর মরণের

মাঝামাঝি।

ভালবাসা কাঁটা হয়ে

বিধলে বুকে

অনেকেই দোষ দেয়

ভাগ্যটাকে।

বিধলে বুকে

অনেকেই দোষ দেয়

ভাগ্যটাকে।

আমি সেই সান্তনা

কোনদিন চাইবো না।।

আমি সেই সান্তনা

কোনদিন চাইবো না।।

যে ভাবেই বাঁচি

বেঁচে তো আছি

জীবন আর মরণের

মাঝামাঝি।

যে ভাবেই বাঁচি

বেঁচে তো আছি

জীবন আর মরণের

মাঝামাঝি।

তুমি আজ দুলছো

সুখের দোলায়

আমি নই জ্বলছি

দুখের জ্বালায়।

তুমি আজ দুলছো

সুখের দোলায়

আমি নই জ্বলছি

দুখের জ্বালায়।

যে ভাবেই বাঁচি

বেঁচে তো আছি

জীবন আর মরণের

মাঝামাঝি।

Zafar Iqbal کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے