menu-iconlogo
huatong
huatong
avatar

তুমার আমার প্রেম Tomar Amar Prem

Zubeen Garghuatong
mousie8404huatong
بول
ریکارڈنگز
তুমার আমার প্রেম আমি আজও বুঝিনি

ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি

দূরে তবু দূরে সরে থাকতে পারিনি

কাছে এসে কেনো কাছে আসতে পারিনি

আমি আজও বুঝিনি

আমি আজও বুঝিনি

তুমার আমার প্রেম আমি আজও বুঝিনি

ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি

HUSSAIN

সুরে সুরে গানে কবিতায় তুমাকেই খুঁজে মন

তবু হায় তুমি দাও না ধরা

ও বারে বারে কথা থেমে যায় আরো একা এ জীবন

মনে হয় থাকি দিশেহারা

মনের অনুরাগে বাজে এ কুন রাগিণী

কাছে এসে কেনো কাছে আসতে পারিনি

আমি আজও বুঝিনি

আমি আজও বুঝিনি

তুমার আমার প্রেম আমি আজও বুঝিনি

ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি

এলো মেলো ঝড় এই বুকে কিছুতেই থামে না

কমে না তবু ভালবাসা

ও মেঘে মেঘে ঢাকা দুচোখে আসা রুধ্ উঠে না

কাটে না ধুয়া ধুয়া কুয়াশা

বুকের বেথা দাগে লেখো এ কুন কাহিনী

কাছে এসে কেনো কাছে আসতে পারিনি

আমি আজও বুঝিনি

আমি আজও বুঝিনি

তুমার আমার প্রেম আমি আজও বুঝিনি

ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি

Zubeen Garg کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے