menu-iconlogo
huatong
huatong
avatar

বেঁচে আছি মরার মত 2 আকাশ খান

আকাশ খানhuatong
𖣔𝐀𝐊𝐀𝐒𝐇𖣔𝐊𝐇𝐀𝐍©𝐇𝐌𝐁𝐂🇧🇩™huatong
Lời Bài Hát
Bản Ghi
(আকাশ খান)

বেঁচে আছি মরার মতো

আমি কেন মরি না

মরে গেছো ঠিকই তুমি

ভুলতে তো পারি না

বেঁচে আছি মরার মতো

আমি কেন মরি না

মরে গেছো ঠিকই তুমি

ভুলতে তো পারি না

ভালোবাসা সত্যি ছিল

মিত্তে কিছু ছিলো ছলনা

পাষান বন্ধু চইলা যাইবি

কোনদিনও ভাবিই নাই

বেঁচে আছি মরার মতো

আমি কেন মরি না

মরে গেছো ঠিকই তুমি

ভুলতে তো পারি না

পড়ে আছে তোমার স্মৃতি কাঁদাতে আমাকে

আমি আজও তোমায় খুঁজি

তুমি বন্ধু ওই পারে

পড়ে আছে তোমার স্মৃতি কাঁদাতে আমাকে

আমি আজও তোমায় খুঁজি

তুমি বন্ধু ওই পারে

বেঁচে আছি মরার মতো

আমি কেন মরি না

মরে গেছো ঠিকই তুমি

ভুলতে তো পারি না

বেঁচে আছি মরার মতো

আমি কেন মরি না

মরে গেছো ঠিকই তুমি

ভুলতে তো পারি না

ঘুম আসে না মন মানে না আমার তুমি কই

একসাথে ঘুমাবো বলে তাই তো রাতে জেগে রই

ঘুম আসে না মন মানে না আমার তুমি কই

একসাথে ঘুমাবো বলে তাই তো রাতে জেগে রই

বেঁচে আছি মরার মতো

আমি কেন মরি না

মরে গেছো ঠিকই তুমি

ভুলতে তো পারি না

বেঁচে আছি মরার মতো

আমি কেন মরি না

মরে গেছো ঠিকই তুমি

ভুলতে তো পারি না

Nhiều Hơn Từ আকাশ খান

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

বেঁচে আছি মরার মত 2 আকাশ খান của আকাশ খান - Lời bài hát & Các bản Cover