menu-iconlogo
huatong
huatong
avatar

Age jantam jodi,, আগে যানতাম যদি,,

আকাশ মাহমুদhuatong
🎀🎀niloy🎀mahmud🎀huatong
Lời Bài Hát
Bản Ghi
আড্ডা মহল ফ্যামিলি

আগে জানতাম যদি

তোমার প্রেমে ঘটবো আমার এতো লাঞ্চনা

জানলে প্রেম করিতাম না

তোমার প্রেমে পরতাম না

আ..আগে জানতাম যদি

তোমার প্রেমে ঘটবো আমার এতো লাঞ্চনা

জানলে প্রেম করিতাম না

তোমার প্রেমে পরতাম না

সব ছাড়িয়া তোমায় আমি,করছিলাম আপন

আপন পর্শ কোলে যখন করছিলো বাড়ন

আমায় করছিলো বাড়ন

সব ছাড়িয়া তোমায় আমি,করছিলাম আপন

আপন পর্শ কোলে যখন করছিলো বাড়ন

আমায়,করছিলো বাড়ন

সে দিন,আমি কতো সরল ছিলাম কিছুই বুজতাম না

বুজলে এই ভুল করতাম না

তোমার প্রেমে পরতাম না

আড্ডা মহল ফ্যামিলি

তোমার এখন নতুন সাথী, মনে কতো সুখ

পুড়ে আমি হইছি কয়লা,সুখ হইলো অসুখ

আমার সখ হইলো অসুখ

তোমার এখন নতুন সাথী, মনে কতো সুখ

পুড়ে আমি হইছি কয়লা,সুখ হইলো অসুখ

আমার সখ হইলো অসুখ

প্রেমে, এতো বেশি ছলচাতুরী জানা ছিলো না

জানলে আমি মরতাম না

তোমার প্রেমে পরতাম না

?আপলোড করেছেন ?

আগে যদি জানতাম প্রেমের,এমন ব্যবহার

তবে কি আর নয়ন জলে ভাসতাম আমি আর

হায় রে, ভাসতাম আমি আর

আগে যদি জানতাম প্রেমের,এমন ব্যবহার

তবে কি আর নয়ন জলে ভাসতাম আমি আর

হায় রে, ভাসতাম আমি আর

তায় তো জাহাঙ্গীর রানা কয় জানলে এই পথ ধরতাম না

প্রেমের কাছে হারতাম না

তোমার প্রেমে পরতাম না

আ..আগে জানতাম যদি

তোমার প্রেমে ঘটবো আমার এতো লাঞ্চনা

জানলে প্রেম করিতাম না

তোমার প্রেমে পরতাম না

Nhiều Hơn Từ আকাশ মাহমুদ

Xem tất cảlogo

Bạn Có Thể Thích