পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়,
ভুলোনা আমায়
ভুলোনা আমায় (২ বার)
জোসনার আচ্ছা যে,
তোমারই আলোয়
হৃদয় জুড়ে নামে
সুখেরই প্রলয়
একটাই পৃথিবী
তুমি জীবন আমার
তোমার মত, প্রিয়
কেউ তো নেই আর
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়,
ভুলোনা আমায়
ভুলোনা আমায় (২ বার)