menu-iconlogo
huatong
huatong
avatar

Beiman বেঈমান

আরমান আলিফhuatong
windishgunnhuatong
Lời Bài Hát
Bản Ghi
প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

কণ্ঠশিল্পী:আরমান আলিফ

তোর ডাইরির পাতা জুড়ে কার নামে কবিতা

ডায়রির ভাজে ঐ যে দেখি কার ছবিটা

দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস

যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস

তোর ডাইরির পাতা জুড়ে কার নামে কবিতা

ডায়রির ভাজে ঐ যে দেখি কার ছবিটা

দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস

যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস

যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা

সেই খাঁচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না

যেই ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাইতি

সেই ছেলেটা একলা কাঁদে ফিরাও দেখলি না

উইড়া গেলি ভুলে গেলি ফিরা আইলি না

তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা

ভুলতে পারিনা রে বেইমান বলতে পারিনা

তোর মুখটা মায়ায় জালে ভুলতে পারিনা

হু কার শহরের মায়ায় পরে ভুললি আমারে

সেকি তোরে আমার চেয়েও বেশি হাসায় রে

কার মুখটা আমার চেয়েও বেশি মায়ায় বাঁধে

তুই কাঁদলে সেই মুখটা কি তোর সাথে কাঁদে

যে আকাশে আমার সাথে তারা তুই গুনতি

সেই আকাশে মেঘ জমাইতেও একবার না ভাবলি

যে শহরে থাকা করলে প্রেমের সাধনা

সেই শহরের ধূলো জমে ফিরাও দেখলি না

উইড়া গেলি ভুইলা গেলি ফিরা আইলি না

তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা

ভুলতে পারিনা রে বেইমান বলতে পারিনা

তোর মুখটা মায়ায় জালে ভুলতে পারিনা

আমি না হয় ইস্পষ্ট ভাবে নষ্ট হয়েছি

তুইতো খুব ভালো মেয়ে দিলি কেন ফাঁকি

কই হারালি কার অভিনয়ের ছলে

তিন সত্যের পরেও আমি মিথ্যা ছিলাম রে

ডায়েরির পাতায় জমছে ধুলো জমতে থাকুক না

আমার দেয়া গোলাপি নষ্ট করিস না

অতি হলাম নতুন এল তোর বারান্দায়

তোর মতো তো নয় রে আমি কষ্ট জমে তাই

উইড়া গেলি ভুইলা গেলি ফিরা আইলি না

তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা

ভুলতে পারিনা রে বেইমান বলতে পারিনা

তোর মুখটা মায়ায় জালে ভুলতে পারিনা

thanks you

Nhiều Hơn Từ আরমান আলিফ

Xem tất cảlogo

Bạn Có Thể Thích