menu-iconlogo
huatong
huatong
-jar-mone-chile-ekdin-cover-image

যার মনে ছিলে তুমি একদিন/Jar mone chile ekdin

এন্ড্রু কিশোর ও কনক চাঁপাhuatong
★❥⃝𝐒𝐡𝐚𝐡𝐢𝐝𝐮𝐥❥⃝★ⒶⒸⒻhuatong
Lời Bài Hát
Bản Ghi
যার মনে ছিলে তুমি একদিন

শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক

ছবিঃ মনে পড়ে তোমাকে

ছেলেঃ যার মনে ছিলে তুমি একদিন

আজ তুমি নেই জানি তার

যার মনে ছিলে তুমি একদিন

আজ তুমি নেই জানি তার

তুমি ভাল থেকো

তুমি সুখে থেকো

এই শুভ কামনা আমার..

যার মনে ছিলে তুমি একদিন

আজ তুমি নেই জানি তার

যার মনে ছিলে তুমি একদিন

আজ তুমি নেই জানি তার

মিউজিক ফলো করে গান করুন

ফলো দিন সাথে থাকুন

মেয়েঃ এই মনে কি জ্বালা কেউ জানেনা

দু,চোখে শ্রাবণ ধারা কেউ দেখেনা

ছেলেঃ হো মন নিয়ে যে খেলা খেলেছো তুমি

সে খেলায় পরাজয় মেনেছি আমি

মেয়েঃ দিওনা অভিযোগ

করে যাই অনুরোধ

এই ছিল ভাগ্যে আমার..

ছেলেঃ যার মনে ছিলে তুমি একদিন

আজ তুমি নেই জানি তার

যার মনে ছিলে তুমি একদিন

আজ তুমি নেই জানি তার

মিউজিক ফলো করে গান করুন

ফলো দিন সাথে থাকুন

ছেলেঃ ভালবেসে ঘর বাধা আর হলো না

এ জীবন পেলো শুধু মিছে ছলনা

মেয়েঃ এ হৃদয়ে একজনই ছিল এত দিন

সেই আছে থাকবে সে জানি চিরদিন

ভেংগে গেছে অন্তর

ভেঙ্গেছে খেলা ঘর

স্বপ্ন ভেঙ্গেছে আমার....

যার মনে ছিলে তুমি একদিন

আজ তুমি নেই জানি তার

যার মনে ছিলে তুমি একদিন

আজ তুমি নেই জানি তার

Nhiều Hơn Từ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা

Xem tất cảlogo

Bạn Có Thể Thích