menu-iconlogo
huatong
huatong
avatar

Poraner Bondhu ajo

কনক চাঁপাhuatong
singlenloveit2000huatong
Lời Bài Hát
Bản Ghi
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

আমার বাড়ির উঠান দিয়া

নিত্য রে তুই যাস চলিয়া

একবারও হায় আমার পানে চাইয়া দেখলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

মন যে আমার দিবানিশি তোরই কথা বলে

একদিন তোরে না দেখিলে চক্ষু ভরে জলে

ও মন যে আমার দিবানিশি তোরই কথা বলে

একদিন তোরে না দেখিলে চক্ষু ভরে জলে

তোরে এত ভালোবাসি, তুই তো ভালোবাসলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

কইতে নারি সইতে নারি, বড় জ্বালা বুকে

তোরে ভালোবাসার দোষে মন্দ বলে লোকে

ও কইতে নারি সইতে নারি, বড় জ্বালা বুকে

তোরে ভালোবাসার দোষে মন্দ বলে লোকে

নিরালাতে আমার কথা একটু যে তুই ভাবলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

আমার বাড়ির উঠান দিয়া

নিত্য রে তুই যাস চলিয়া

একবারও হায় আমার পানে চাইয়া দেখলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না

ধন্যবাদ

Nhiều Hơn Từ কনক চাঁপা

Xem tất cảlogo

Bạn Có Thể Thích