menu-iconlogo
huatong
huatong
-amar-mondho-shobab-original-track-cover-image

Amar Mondho Shobab_Original Track

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
Lời Bài Hát
Bản Ghi
নবধারা সংগীত ভুবন

Request By Shawon

আমার মন্দ স্বভাব

জেনেও তুমি

কেন চাইলে আমারে।

আমার মন্দ... স্বভাব

জেনেও তুমি

কেন চাইলে আমারে...।

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।।

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

আমি তো ভুলে থাকি

আমারও রঙ্গে

তবু তুমি কেনো থাকো...

এই মানুষের সঙ্গে।

আমি তো ভুলে থাকি

আমারও রঙ্গে. ..

তবু তুমি কেনো থাকো...

এই মানুষের সঙ্গে।

অনাদরে থেকেও তুমি

অ...নাদরে থেকেও তুমি

রাখো আমায় যতন করে

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।।

নবধারা সংগীত ভুবন

Request By Shawon

Mr.Sam

আমি তো পারি শুধু

যন্ত্রনা দিতে

তবু তুমি আশা করো...

ভালো কিছু পেতে

আমি তো পারি শুধু

যন্ত্রনা দিতে.ও..

তবু তুমি আশা করো...

ভালো কিছু পেতে

অবহেলা পেয়েও তুমি

অ...বহেলা পেয়েও তুমি

কেন চাও যে আআপন করে

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।

আমার মন্দ স্বভাব

জেনেও তুমি

কেন চাইলে আমারে।

আমার মন্দ... স্বভাব

জেনেও তুমি

কেন চাইলে আমারে...।

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।

এত ভালো হয় কি মানুষ

নিজের ক্ষতি করে।।

Nhiều Hơn Từ নবধারা

Xem tất cảlogo

Bạn Có Thể Thích