menu-iconlogo
huatong
huatong
avatar

যখন তোমার কেউ ছিলনা Jokhon tomar keo

নাসিরhuatong
dhaboo12huatong
Lời Bài Hát
Bản Ghi
আমার মনের রাজ্যে ছিলো,এক এমন রাজকুমারী

তারে ভালবেসে দিয়ে ছিলাম,যাছিল আমারী

আমার বুকে মাথা রেখে,বলতো মনের কথা

ভ্যাগ করিয়া নিতাম দুজন,দুঃখ কস্ট ব্যথা

আমি শুধু ছিলাম যে তার,প্রেমেরী পুজারী

তার ভালবাসা করলো আমায় পথেরী ভিকারী

তারে কত ভালবাসি,জানে নারে জগৎ বাসি

জানে অন্তর জানি ।

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি

আমার রাজপাষাদের ওমরা ঘরে থাকতো রজকুমারী

চৌতুর দিকে পাহাড়া দিত,হাজারও পৌহরী

মনের সিংহাসনে বসে করতো রাজ্যো শাসন

মগ্ধ হতাম শুনে তারী মিস্টি মুখের ভাসন

মনের রাণী ছিলো সে,যে আমি ছিলাম প্রোজা

মনটা যে তার পাষান পুড়ি যায়নি তখন বঝা

আমার রাজ্যো শুন্য করে,চলে গেছে বহু দূরে

পেয়ে মানুষ দামি ।

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি

হায়রে এতটুকো সুখের অভাব পাষাদে ছিলনা

তবুও সে আমার সাথে,করলো যে ছলোনা

একদিন আমি মনের ভুলে,গিয়ে ছিলম দূরে

এসে দেখি পাষাদ আমার,সাই হয়েছে পুড়ে

জানিনা সে কনসে রাজার হয়েছে রাজরাণী

বড় বেশী সুখে সে নাই,এতটুকোই জানি

ভুলে মানষ ভালবেসে,জীবন আমার হলো সেষে

ধূদু মৌরভূমি ।

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি

এখন তোমা সব হয়েছে,পর হয়েছি আমি

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি

মনের রাজ্যে ছিলো,এক এমন রাজকুমারী

তারে ভালবেসে দিয়ে ছিলাম,যাছিল আমারী

আমার বুকে মাথা রেখে,বলতো মনের কথা

ভ্যাগ করিয়া নিতাম দুজন,দুঃখ কস্ট ব্যথা

আমি শুধু ছিলাম যে তার,প্রেমেরী পুজারী

তার ভালবাসা করলো আমায় পথেরী ভিকারী

তারে কত ভালবাসি,জানে নারে জগৎ বাসি

জানে অন্তর জানি ।

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি

যখন তোমার কেউ ছিলনা তখন ছিলাম আমি

এখন তোমার সব হয়েছে,পর হয়েছি আমি

Nhiều Hơn Từ নাসির

Xem tất cảlogo

Bạn Có Thể Thích

যখন তোমার কেউ ছিলনা Jokhon tomar keo của নাসির - Lời bài hát & Các bản Cover