menu-iconlogo
huatong
huatong
avatar

পলাতক সময়ের হাত ধরে - Polatok Somoyer Hat Dhore

ফেরদৌস ওয়াহিদhuatong
✯͜͡M.𝐉𝐈𝐁𝐎𝐍✯͜͡♻️🅱🆂🅰♻️huatong
Lời Bài Hát
Bản Ghi
গানের কথাঃ পলাতক সময়ের হাত ধরে...

গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী

সুরকারঃ লাকী আখন্দ,

শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ,

🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী...

--------------------

পলাতক সময়ের হাত ধরে

পালিয়ে গিয়েছে সেই দিনগুলো

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায় আসবে না জানি ফিরে

হাসি গানে ভরা সেই দিনগুলো

হাসি গানে ভরা সেই দিনগুলো

হাসি গানে ভরা সেই দিনগুলো

হাসি গানে ভরা সেই দিনগুলো

পলাতক সময়ের হাত ধরে

পালিয়ে গিয়েছে সেই দিনগুলো

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায়! আসবে না জানি ফিরে...

Music

সঙ্গীরা ছিল যারা গেল কোথায়?

তুমি কোথায় আর আমি কোথায়?

সঙ্গীরা ছিল যারা গেল কোথায়?

তুমি কোথায় আর আমি কোথায়?

জীবন কী ঢেকে গেল নিজেরই ছায়ায় হায়!

ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো?

হাসি গানে ভরা সেই দিনগুলো

হাসি গানে ভরা সেই দিনগুলো

পলাতক সময়ের হাত ধরে

পালিয়ে গিয়েছে সেই দিনগুলো

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায়! আসবে না জানি ফিরে...

Music

হাসি হাসি মুখগুলো যাইনি ভুলে

ছোট ছোট নামগুলো যাইনি ভুলে

হাসি হাসি মুখগুলো যাইনি ভুলে

ছোট ছোট নামগুলো যাইনি ভুলে

এখনো হৃদয়ে তারা ঢেউ যে তোলে হায়!

ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো?

হাসি গানে ভরা সেই দিনগুলো

হাসি গানে ভরা সেই দিনগুলো

পলাতক সময়ের হাত ধরে

পালিয়ে গিয়েছে সেই দিনগুলো

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায়! আসবে না জানি ফিরে

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায়! আসবে না জানি ফিরে

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায়! আসবে না জানি ফিরে...

Music

----------------------

খোদা হাফেজ

Uploaded by Moinul Jibon

Nhiều Hơn Từ ফেরদৌস ওয়াহিদ

Xem tất cảlogo

Bạn Có Thể Thích