menu-iconlogo
huatong
huatong
avatar

আমায় দুনিয়া থেকে চুরি করে

বাংলা গানhuatong
rolinda_arnoldhuatong
Lời Bài Hát
Bản Ghi

শিল্পীঃ এন্ড্রুকিশোর ও সাবিনা ইয়াসমিন

ছায়াছবিঃ মুখোমুখি

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভিতর রাখো ভরে,

যেন কেউ জানে না, আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে।

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভিতর রাখো ভরে

যেন কেউ জানে না, আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে।

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

আমার দেহ মাঝে, মিশে যাওনা তুমি,

একই দেহ নিয়ে, রবো তুমি আমি।

আমার দেহ মাঝে, মিশে যাওনা তুমি,

একই দেহ নিয়ে, রবো তুমি আমি।

তুমি দূরে গেলে, ও বন্ধু আমার,

ফুলের মতো যাবো যে ঝরে।

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভিতর রাখো ভরে,

যেন কেউ জানে না, আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে।

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

তোমায় দেখার দুই চোখ, যেন তোমারই দান,

বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ।

তোমায় দেখার দুই চোখ, যেন তোমারই দান,

বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ।

চিরদিনের তরে, ও বন্ধু আমার,

বেঁধে রেখো তোমার প্রেমও ডোরে।

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভিতর রাখো ভরে,

যেন কেউ জানে না, আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে।

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

আমায় দুনিয়া থেকে চুরি করে

তোমার বুকের ভিতর রাখো ভরে

যেন কেউ জানে না, আমি কোথায় আছি

এমন আপন করে নাও মোরে।

ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও

ধন্যবাদ

Nhiều Hơn Từ বাংলা গান

Xem tất cảlogo

Bạn Có Thể Thích