জোর করে ভালবাসা হয়না
জোর করে ভালবাসা হয়না
আমি জেনে গেছি
জোর করে ভালবাসা হয়না
আমি জেনে গেছি
তাইতো তোমার থেকে দূরে সরে আছি
দূরে সরে আছি
জোর করে ভালবাসা হয়না
আমি জেনে গেছি
যখনই জেনেছি ওই বুকেরই ভেতর
মন বলে কিছু নেই, সবই তো পাথর
যখনই জেনেছি ওই বুকেরই ভেতর
মন বলে কিছু নেই, সবই তো পাথর
সেই থেকে মরে গেছে মন মৌমাছি
তাইতো তোমার থেকে দূরে সরে আছি
দূরে সরে আছি
জোর করে ভালবাসা হয়না
আমি জেনে গেছি
যখনই দেখেছি ওই নরম হাতে
হাত ধরে চলেছো পরেরই সাথে
যখনই দেখেছি ওই নরম হাতে
হাত ধরে চলেছো পরেরই সাথে
সেই থেকে মরে গেছে মন মৌমাছি
তাইতো তোমার থেকে দূরে সরে আছি
দূরে সরে আছি
জোর করে ভালবাসা হয়না
আমি জেনে গেছি
তাইতো তোমার থেকে দূরে সরে আছি
দূরে সরে আছি
জোর করে ভালবাসা হয়না
আমি জেনে গেছি
Thanks you