menu-iconlogo
logo

আকাশ পানে চেয়ে চেয়ে

logo
Lời Bài Hát
আকাশ পানে চেয়ে চেয়ে

সারা রাত জেগে জেগে

দেখেছি অনেক...তারার ভিড়..

অরুন্ধতী, স্বাতী

সপ্তঋষির..খেলা...

সব...দেখেছি ..শুধু...

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি...

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি...

কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি...

Upload Hamid_C_F_S&sabinayasmin05

বন্ধুরা সব বলে ,এমন ধারা হলে

চোখ নাকি আর সারেনা

বন্ধুরা সব বলে, এমন ধারা হলে

চোখ নাকি আর সারেনা

যদি হঠাত এমন করে,কারো চোখেতে চোখ পড়ে

তবে দৃষ্টি নাকি..ফেরেনা

বল তাহলে কি আমার এ চোখ

নষ্ট আমি করেছি ...

হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি

তোমায় দেখে ফেলেছি...

চাঁদ দেখতে গিয়ে আমি

তোমায় দেখে ফেলেছি..

বন্ধুরা সব বলে,এমন ধারা

হলে, ঘোর নাকি আর কাটেনা

আমার প্রানটা জ্বলে মরে, মন কেমন যেন করে

আমার কিছুই ভালো লাগেনা

তাই চিন্তা করে পাইনা বুঝে

বেঁচেছি কি মরেছি ...

হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি

তোমায় দেখে ফেলেছি...

চাঁদ দেখতে গিয়ে আমি

তোমায় দেখে ফেলেছি

কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি।

চাঁদ দেখতে গিয়ে আমি

তোমায় দেখে ফেলেছি

আকাশ পানে চেয়ে চেয়ে của মান্নাদে/Manna Dey - Lời bài hát & Các bản Cover