menu-iconlogo
logo

সোনার এই দিন গুলো / Hamid_We

logo
Lời Bài Hát
সোনার এই দিন গুলো

জীবনের দিনগুলো ঝরে যায়~

যাবে ঝরে~~

যাবে ঝরে~

সোনার এই দিন গুলো

জীবনের দিনগুলো ঝরে যায়...

যাবে ঝরে~

যাবে ঝরে~

তবুও কি মমতায়

তবুও কি বেদনায়

দু'হাতে রাখতে চাই ধরে.....

সোনার এই দিন গুলো

জীবনের দিনগুলো ঝরে যায়...

যাবে ঝরে~

যাবে ঝরে~

[ Music]

তারে ধরাও যায় না,

রাখাও যায় না,

মায়ার বাঁধনে তারে বাঁধাও যায় না

তারে ধরাও যায় না,

রাখাও যায় না,

মায়ার বাঁধনে তারে বাঁধাও যায় না

যতোই সুধা থাক্ অন্তর ভরে

যতোই সুধা থাক্ অন্তর ভরে

সোনার এই দিন গুলো

জীবনের দিনগুলো ঝরে যায়~

যাবে ঝরে~~

যাবেই ঝরে~

sabinayasmin05 & Hamid_WE

কতো আশা নিয়ে,

ভালোবাসা দিয়ে,

এ জীবন সুন্দর হয়

সেও, মরীচিকা মনে হয়.....

মরীচিকা... মনে হয়

কতো আশা নিয়ে,

ভালোবাসা দিয়ে,

এ জীবন সুন্দর হয়

সেও, মরীচিকা মনে হয়......

মরীচিকা..মনে হয়

[Music]

হোক সে মরীচিকা~~~

নয়তো জয়টীকা~~~

ভাগ্যে যা আছে,

তাইতো হয় লিখা,

হোক সে মরীচিকা

নয়তো জয়টীকা

ভাগ্যে যা আছে,

তাইতো হয় লিখা,

সব মেনে নিয়ে

একদিন যাবো সরে

সব মেনে নিয়ে

একদিন, যাবো সরে..

সোনার এই দিন গুলো

জীবনের দিনগুলো ঝরে যায়~

যাবে ঝরে~~

যাবে ঝরে~

তবুও কি মমতায়

তবুও কি বেদনায়

দু'হাতে রাখতে চাই ধরে.....

সোনার এই দিন গুলো

জীবনের দিনগুলো ঝরে যায়

যাবে ঝরে~

যাবে ঝরে~

যাবেই ঝরে

সোনার এই দিন গুলো / Hamid_We của মান্নাদে/Manna Dey - Lời bài hát & Các bản Cover