menu-iconlogo
logo

ও চাঁদ সামলে রাখো জোছনাকে

logo
avatar
মান্না দেlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
Vào Ứng Dụng Để Hát
Lời Bài Hát
ও চাঁদ.....

সামলে রাখো জোছনাকে

সামলে রাখো জোছনাকে,

কারো নজর.. লাগতে পারে

কারো নজর লাগতে পারে,

মেঘেদের উড়ো চিঠি

উড়েও তো আসতে পারে,

ও চাঁদ, সামলে রাখো জোছনাকে,

ও চাঁদ, সামলে রাখো জোছনাকে।

-==আপলোডঃ মজিবুর==-

ঝলমল করিও না গো

তোমার ঐ অতো আলো

ঝলমল করিও না গো

তোমার ঐ অতো আলো

বেশী রূপ হলে পরে

সাবধানে থাকাই ভালো,

মুখের ঐ উড়নিটাকে একটু রাখো

খুলনাকো দোহাই, একেবারে,

ও চাঁদ, সামলে রাখো জোছনাকে,

ও চাঁদ, সামলে রাখো জোছনাকে।

-==আপলোডঃ মজিবুর==-

এই সবে রাত হয়েছে

এখনি অমন হলে,

মাঝরাতে আকাশটাতে

যাবে যে আগুন জ্বলে

এই সবে রাত হয়েছে

এখনি অমন হলে,

মাঝরাতে আকাশটাতে

যাবে যে আগুন জ্বলে

সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে

কাকে পাবে বাঁচাতে তোমারে,

ও চাঁদ..সামলে রাখো জোছনাকে,

ও ও ও.. চাঁদ,

সামলে রাখো জোছনাকে।

====ধন্যবাদ====

ও চাঁদ সামলে রাখো জোছনাকে của মান্না দে - Lời bài hát & Các bản Cover