menu-iconlogo
huatong
huatong
avatar

বড়ো লোকের বেটি লো লম্বা লম্বা চুল

রতন কাহারhuatong
perez.adriana70huatong
Lời Bài Hát
Bản Ghi
বড়ো লোকের বেটি লো লম্বা লম্বা চুল

এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল,

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল,

এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল,

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল,

এমন মাথায় বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল,

এমন মাথায় বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

গানটি যদি ভালো লাগে

তাহলে অবশ্যই লাইক

কমেন্ট ও ফলো করে

পাশে থাকবেন

দেখে ছিলাম শরানে ওরে শরানে

দেখে ছিলাম শরানে ওরে শরানে,

আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে

আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে,

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল

এমন মাথায় বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল,

এমন মাথায় বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

গান শেষে সবুজ লাইক

ক্লিক করবেন এবং আরো সুন্দর

গান পাওয়ার জন্য উৎসাহ দিবেন

ওরে লাল ধুলোর শরানে ওরে শরানে,

লাল ধুলোর শরানে ওরে শরানে,

ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিঁথেনে

ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিঁথেনে,

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল

এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল,

এমন মাথায় বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

আরো কিছু সুন্দর সুন্দর

গান পাওয়ার জন্য

গান শেষে আমার

songbook এ ঘুরে আসার

অনুরোধ রইলো

ওরে যা কেনে কোথা যাবি ওরে ও যাবি

যা কেনে কোথা যাবি ওরে ও যাবি,

দু'দিন পরে আমার ছাড়া আর কারবা হবি

দু'দিন পরে আমার ছাড়া আর কারবা হবি,

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল

এমন মাথা বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

বড়ো লোকের বিটি লো লম্বা লম্বা চুল,

এমন মাথায় বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

Bạn Có Thể Thích