আমায় ভাসাইলি রে
আমায় ডুবাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
আমায় ভাসাইলি রে
আমায় ডুবাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
কূল নাই কিনার নাই
নাই কো দরীয়ায় পাড়ি-ই
ওকূল নাই কিনার নাই
নাই কো দরীয়ায় পাড়ি-ই
তুমি সাবধানে চালাইও মাঝি
আমার ভাঙা তরী
তুমি সাবধানে চালাইও মাঝি
আমার ভাঙা তরী রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
আমায় ভাসাইলি রে
আমায় ডুবাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
তোর নামের ভরসা করে
তরী দিলাম ছেড়ে এ.....
একবার হাইল ধরিয়া বইসো গুরু
ভাঙা তরীর পারে এ.....
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
আমায় ভাসাইলি রে
আমায় ডুবাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
ভব নদীর তরঙ্গ দেখে
প্রানে লাগে ভয়.....
হো ভব নদীর তরঙ্গ দেখে
প্রানে লাগে ভয়.....
তোর নামের কলঙ্ক হবে
যদি তরী ডুবে যায়
তোর নামের কলঙ্ক হবে
যদি তরী ডুবে যায়
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
আমায় ভাসাইলি রে
আমায় ডুবাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
আমায় ভাসাইলি রে
আমায় ডুবাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে।
হো হো হো হো
হো হো হো হো....
হো হো হো......