menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সোনার বাংলা amar sonar bangla

রবীন্দ্রনাথ ঠাকুরhuatong
𝑴𝑫.𝑹𝑨𝑻𝑶𝑵_𝑨𝑩𝑺_🇧🇩huatong
Lời Bài Hát
Bản Ghi
জাতীয় সংগীত

গীতিকারঃরবীন্দ্রনাথ ঠাকুর

Choice by Tarun

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি

চিরদিন তোমার আকাশ

চিরদিন তোমার আকাশ

তোমার বাতাস আমার প্রানে

ওমা আমার প্রানে বাজায় বাঁশী

সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি

ওমা ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে

মরি হায় হায় রে ওমা

ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে ।

ওমা অগ্রানে তোর ভরা খেতে

কি দেখেছি

আমি কি দেখেছি মধুর হাসি

সোনার বাংলা

আমি তোমায় ভালবভাসি

কি শোভা কি ছায়া গো

কি স্নেহ কি মায়া গো

কি আঁচল বিছায়েছ বটের মুলে

নদীর কূলে কূলে

মা তোর মুখের বানী

আমার কানে লাগে সুধার মতো

মরি হায় , হায় রে মা তোর

মুখের বানী

আমার কানে লাগে সুধার মতো

মা তোর বদন খানি মলিন হলে

আমি নয়ন

ওমা আমি নয়ন জ্বলে ভাসি

সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি ।

Nhiều Hơn Từ রবীন্দ্রনাথ ঠাকুর

Xem tất cảlogo

Bạn Có Thể Thích